তুমি ভালোবেসেছিলে তাই আমি হেঁটেছি পাথর বিছানো পথে পথে,
তুমি ভালোবেসেছিলে তাই জোনাকিরা নিভে গেলে নিঃশব্দে কাঁদতে পারি,
তুমি ভালোবেসেছিলে তাই আমাকে বুকের কাছে ডেকেছে নিস্পন্দ তৃষ্ণার দিন,
তুমি ভালোবেসেছিলে তাই আমি রোদের মত নিঃশব্দে তোমার কাছে গেলাম,
দেখলাম মেঘের আড়ালে থাকে জমাটবাঁধা একলা কান্নার দল-
হাওয়ারা বিজলীর মত অগোছালো আর এলোমেলো,  জেনেছি আকাশ বলে কিছু নেই।


তুমি ভালোবেসেছিলে আমি তাই একগুচ্ছ প্রশান্ত স্বপ্নের ক্ষতচিহ্ন নিয়ে ভাবি,
তুমি ভালোবেসেছিলে তাই আমি সশস্ত্র মমতার
দীর্ঘায়ু নিয়ে ভাবি,
তুমি ভালোবেসেছিলে তাই আমার বুকে প্রেমের আগ্নেয়াস্ত্র, সাহসী ভাষণ,
তুমি ভালোবেসেছিলে তাই আমি নির্ভয়ে নিষিদ্ধ জলপ্রপাতের মুখোমুখি দাঁড়ালাম,
বৃষ্টির মত ঝরতে ঝরতে দেখলাম আত্মগোপন করেছে পরাজিত হতাশারা,
দেখলাম বিক্ষুব্ধ কার্তিকের শরীর জুড়ে থাকে নরম কুয়াশার মত দুঃখ,
গভীর বিশ্বাসেরা বিপন্ন আকাশের মত অনাথ, জেনেছি কেউ কেউ ফিরে আসলেও ভালোবাসে না।