জীবনের কি মানে?
সৃষ্টির আগুনে,
আমি যেন মিছে এক,
শুধু পরগাছা।
জীবনের বাঁকে বাঁকে,
কত নিরাশা।


নাই কেহ,নাই কিছু,
মরিচীকা মন,
আসে নাকো সুখ কভূ,
ভাঙা সব ক্ষণ।


কত আশা,ভালোবাসা,
বুকে বেঁধে রই।
শীতল,ঊষ্ণ মিলনস্রোতে,
জীবন তরী বই।


আমি তো ছিলাম এক,
কিশোরী কাঁচা।
শেখালে আমায় তুমি,
একলা বাঁচা।


নাই অভিযোগ কোনো,
নাই অভিমান।
এক জীবনে সব
নাই বা পেলাম।


তবু,যেন ছবি আঁকে,
মোর দুটি আঁখি।
কেমনে শাসনে মোরে ,
বাঁধিয়া রাখি।


কষ্টের পাহাড়ে,
চাপা যেন বুক
জীবনের বালুচরে,
বেহিসেবী দুখ...