সাঝেঁর  বেলায়   মাছ  ধরিতে
       পুকুর   পাড়ে    যায়
জলপড়িদের   রুপকথায়
       তোমায়  পেয়ে  যায়।


তোমার  সুরে  গান  ধরিতে
            গিটার  হতে   চাই
ভালোবাসার  ফুল  বাগিচায়
            ভ্রমর   হয়ে    যায়।


তোমার  কাঁধে  হাত   রাখিতে
                ক্লান্ত   হতে   চাই
রবিরাজার  কিরণ    মাথায়
                 ছায়া  হয়ে  যায়।


তোমার  মাঙে  সিঁদুর  ভরিতে
              চাকুরী  খুঁজে  যায়
ইতিহাসের  সোনার  পাতায়
           সাজাহান  হতে  চায়।


আমার  সখের  রঙ  তুলিতে
              কালি  ভরে   যায়
আদর  মাখা  বাসর  যেথায়
              স্বপ্ন   বুনে   যায়।