রাখিতো বিশ্বাস তাই চলি একা হে পথের দিশারী ,
পথে ঘাটে তুচ্ছ তুবুও কৃপার আশায় আমি ফেরারী ।
অভাবে অনাহারে আপদে বিপদে হে মুক্তিদাঁতা ,
আপনও সবি হয়েছে পরে দেখেও দেখেনা ভ্রাতা ।
হাজারো কষ্টে জ্বলিয়ে কয়লায় আছি অপেক্ষায় ,
মোর ঘরে শান্তি নাই চাই শক্তি একটু ভিক্ষায় ।
পৃথিবীর বিচার গোলামে করে ছলে মরে গরিবে ,
তুমি রাহীম আরশ করশি হিসাবে উচিৎই করিবে ।
মানুষের দাম নাই মানুষের মাঝে ইতর পরিচয় ,
বিধাতা তুমি সর্বশক্তিমান ভালোই করবে দয়াময় ।
ইমানের ঘরে জানিনা কি আছে হাত তুলি প্রতিক্ষায় ,
হাজারো ভীরে তোমারই নীরে আমি আছি অপেক্ষায় ।
জীবনে অনেক পাপে করিয়া ভুল লজ্জায় মাথা নিচু ,
আমায় যা কর কিন্তু হে করুণায়ম পরিবার করে উঁচু ।
সব জানো তুমি অন্তর যামি লোভিদের মাঝে যে অসহায় ,
বার বার বলি সত্যের ধনি কৃপা কর আছি অপেক্ষায় ।