সেইদিন মানুষ ছিলো তাই ভয়ে পাকিস্তানী বলে সামলা ,
মৃত্যুর ভয় তীরস্কার করি ওরা ছিলো বলেই বাংলা ।
কি জানি কি হয় সামনে বিজয়ে মরবো নয় মামলা ,
রাখিতো বিশ্বাস বিজয় কারণ ওরা ছিলো বলেই বাংলা ।
দাবি টাকার বাড়ি গাড়ি নয় হতে কোন মন্ত্রী বা আমলা ,
জাগায়ে প্রাণ করিতে দানে ওরা ছিলো বলেই বাংলা ।
পাকিস্তানী জানে বাঙ্গালী কি চায় চায়না হতে কামলা ,
পিতা মাতা ভুলি গুলিতে আগে ওরা ছিলো বলেই বাংলা ।
জাতির উজ্জললো কপাল দেখিলো বলেই সেই হামলা ,
সুখ আনন্দ আপনের ভাষা ওরা ছিলো বলেই তো বাংলা ।
সালাম জব্বার সফিউল রফিক আরো কত মহা বীর ,
ওরা ছিলো বলেই বাংলা মায়ের ভাষা প্রাপ্ত সুখের নীর ।
বাংলা আমার নজরুলের বাংলা কবি ঠাঁকুরের নব মম ,
ওরা ছিলো বলেই বাংলা এখন আন্তজাতিক মানের সম ।
আর কত ছলায়ে কলায়ে চাঁষা গবিরের কাঁন্নার জ্বালা ,
লাঙ্গল বইঠা চাঁষাদের অস্ত্র ওরা ছিলো বলেই বাংলা ।
ওরা ছিলো বলেই আজ বাংলাদেশ বাংলায় কথা বলে ,
বাংলায় ভালোবাসি নানান রঙ্গে লাল সবুজে সাজে ।
আমার ভাইয়ের রক্ত আসুন মনে প্রাণে শ্রদ্ধা ঘ্যপন করি ,
বাংলায় কথা বলি বাংলায় সবই লেখি সুন্দরে দেশ গরি ।