তুমি কি জানো চাঁদ কেন হাঁসে
জোৎসনা তুমি যে থাকো পাশে
তুমি কি বুঝো বৃষ্টি কেন ঝড়ে
বিহনে যে মোর চোখের পানি পড়ে ।
তুমি তো তুমিই আমার স্বপ্নপুরি
মেঘময় বৃষ্টি ডেঙ্গিয়ে হাতটি ধরি
তুমি সকাল আমার তৃপ্ত চিন্তা
কষ্ট ভুলায়ে তুমি নতুনের ভাবনা ।
তুমি যে বিকালের শেষে রক্তিম সূর্য ,
প্রথমা দেখার সুখের রাজ্যের স্বপ্ন ।
তুমি লজ্জায় পর্দায় নত চিন্তায় ,
মোর মাজারে আছো গো মনো শ্রদ্ধায় ।
তুমি স্বাধনার আমি বাউলের সুরে ,
পথে ঘাটে নদী সমুদ্র পারি দুরে ।
তুমি বাঁগানের গোলাপের ঘ্রাণি ,
আপনও যতনে হব যে মালি ।
তুমি কর চোখ বন্ধে বিশ্বাস ,
আমি আছি পাশে শেষ নিশ্বাস ।
শেষ বিদায়ে একটা মোর বানী ,
রাখিবো মনি মুক্তা রূপে রানী ।
তুমি তো তুমিই বসন্তের ফুল ,
চেয়েছি আশায় জানিনা ভুল ।
তুমি রাখিও বিশ্বাস একটু আশায় ,
ভুলায়ে কষ্ট বাদে শুধুই ভালোবাসায় ।