সময়ের অগ্রযাত্রায় অতি মাত্রায় তাকিয়ে আজ আমি অন্ধ ,
টাকা বাড়ি গাড়ি নেতা দখলকারীতে সামনের রাস্তা বন্ধ ।
অনেক ব্যস্ত বিবেকের কষ্ট ভুলতে হয়েছি দানবের রূপ ,
বাঁচে মরে আমার কি আছি তো বেশ আমি অভিনয়ে খুব ।
ঠিকানা হতে হবে রাজ প্রাসাদের সোনা দানায় সজ্জিত ,
আমি দানব তাই কেন হব মানবের কাছে ছোট লজ্জিত ।
করিতো বিশ্বাস টাকার কাছে মানুষের জানি যা তা অবস্থা ,
নিজের চেয়ে আপন কেউ নাই তাই বাঁচতে এই ব্যবস্থা ।
দেখ পৃথিবীর মানুষেরা আমি অর্থে শক্তিতে একাকার ,
তাতে কি সমাজ দেশ কিছু আসে যায় না বলুক রাজাকার ।
পকেটে টাকা মানেই আমি মহা বীর নেতা বল বা সরকার ,
মানুষের ভীরে আসল বন্ধু শয়তান নামক বস্তুই দরকার ।
হিসেবে কড়া তাইতো খাড়া মানবে আজ আমি দানবে ,
অভাবে স্বভাবে নষ্টে চিৎকার অন্ধকারে নিজেকেই হারাবে ।
আমি চাইনা বিবি শিখার মত যুদ্ধের মাঠে মাথা নত থাকতে ,
দানব হয়েছি মানবের লোভে একটু একটু উঁচু মনে বাঁচতে ।
তুবুও বলি লালসা পিপাশা অল্প লোভে হচ্ছি শুধুই হতাশা ,
দানব হয়েছি মানবের লাগি কিন্তু আল্লাহর জন্য আছে ভালোবাসা ।