ভোর হয় প্রতিদিন গেয়ে পাখি বলে খুলো আখি ।
কুঁঁয়াশায় শিশিরের খেলা কাশবনের ঘাসে বিছায়ে ,
হাঁস গুলো নদী আর ঘাটে সাতারে করে খেলা ,
প্রথমা মনে একবাক্যে প্রিয়সী তোমায় মনে রাখি ।
দুপুর গড়ায়ে খিদে পালায় ক্ষণে মনে মোর জীবনে ।    
জ্যামে কামে দুরন্ত ব্যস্ততায় ক্লান্তি অজানা কত পথে ,
জ্বালায়ে মোর দেহ আজ হচ্ছে ভুক্তভোগী নাই কিছু ,
তুবুও বলি হারায়ে আমি পিপাশায় তোর বিহনে ।
অবশেষে প্রবাসী ফিরি আপনও নীর ক্লান্তি শেষে ।
মা বাবা আপনে যারা চুপেচুপে পালায়ে আমি ,
অন্ধকারে চোখে লোকালয় ভুলে গভীরও চিন্তায় ,
সাতার না জানা তুবুও স্বপ্নে খুঁজি ভালোবেশে ।
রাতে ঘুম কে বলি একটু অপেক্ষা একটু বাকি ।
আরামে আয়েশে মধুরও রজনী কালো বিহঙ্গের রঙ্গ ,
ঝিঝি পোকারা একটু ঝুমাও রাতের হোক গহীনে ,
পৃথিবীর সব ভুলে ও প্রিয়া তুমি আছো বলেই লেখি ।