সুখী সুধায়ে কহে প্রিয় বরণে মোর হেথায় ,
রাখিও জড়ায়ে আদরে বুকেরও সেথায় ।
সখা বিনে যে আঁধারে কাটে রজনী মহে ,
মোর মন্দিরে যেমন পুঁজো দেবতা বিনে নহে ।
চরণে তোমার দিয়েছি সবি এসে কর উদ্ধার ,
তোমারই পথে মেলি নয়নে করনা তীরস্তার ।
হে সখা সখী যে আজ তেপান্তরের অভাগী ,
তাই তো প্রতি ভোরে বুক ভরা আশায় জাগী ।
প্রিত্ত ভ্যাতা আপনারে করে পর সবি পিছে ,
জীবনে মরণে বিশ্বাসে তুমি বাকি সবই মিছে ।
আমি দাসী হব চরণে তোমার মানা করনা ,
তুমি রাজার মত করবে হুকুম ও জাহাপনা ।
রানী হওয়ার স্বাধ নাই ছোট্ট প্রাসাদের কোণে ,
চিরদিনি হে যোদ্ধা বাঁধিতে ঘর তোমার মনে ।
সতী আমি নব মোর যৌবনে সর্ব নিশানে ,
পুড়ায়ে দেহ মোর দেখ শত শত বার শশানে ।
রঙ্গে নয় ঢঙ্গে নয় গুরু নাজিম সুধায় স্রেয় ,
পৃথিবীর সবই সম্ভব ভালোবাসায় ও প্রিয় ।
যদি মন চায় রাঁধা করিও কর কৃষ্ণার ঘরণী ,
আমি সামান্য থেকে হব ধরনীর শ্রেষ্ঠ রমণী ।