মধুর মিলনে নহে বহে জলে নয় মনের বিশালতায় ,
আমি যে মুগ্ধ আশায় হারাতে ভয়ে থাকি শুন্যতায় ।
সকালে উঠি হাসিতে ওহে সন্ধে অস্রু বিরহে মুরিয়া ,
ডুবু ডুবু মোর শিরার জ্বলে সূর্যের আলোর মত ডুবিয়া ।
গেলে না এলে এখনও চিন্তার চেতনায় ভাবি একা ,
চোখে ভরা জ্বল বুকে ভরা কষ্টে বলি পাবো কি দেখা ।
দূর আকাশের অরণ্যে চেয়ে আছি আছো আসছো কবে ,
ক্ষণিকের জীবন নয়তো মরণের পর না হয় দেখা হবে ।
কল্পনা বা স্বপ্নে মায়াবী না গল্পে নাটক অভিনয়ে ,
অল্প সল্পে বুঝো হে রমণী কৃপা মন চিত্রে সবিনয়ে ।
পরিহার মোর ছাড়খার রূপে বিদায়ের লৌহো কারাগার ,
পৃথিবী দুলোকে মুলোকে তুচ্ছ রুপে হব যে একাকার ।
আছো আসছো কবে একটু বল আছি অপেক্ষার প্রহরে ,
কাঁদে যে বিবাগী মন সারাক্ষণ জ্বলন্ত হ্নদয়ের শিহরে ।
ভালোবাসি বলেই বলছি সমাধীর পাশে একটু আসিও ,
সত্য না হয় মিছেমিছি কান্নার চোখে অঝরে কাঁদিও ।
বিষাক্ত যন্তনায় সাথি হারা বিলুপ্ত কবরে মৃত্ দেবদাস ,
আছো আসছো কবে হবে কি আর সেই পিছনের ইতিহাস ।