সময় পেলে আসি ভাষি রঙ্গিন ভুবনে ,
বয়সে অনেক শ্রীতিতে বাঁচি নতুনে ।
দিন আসবে দিন যাবে এটাই নিয়তী ,
অতীত বদলে মৃত্যু রূপে করিবে ইতি ।
তাইতো খুঁজি একটু তারে পালায়ে পালায়ে ,
জীবন যাচ্ছে পরদেশি হেলায়ে হেলায়ে ।
সুখের পাখি রাতে আসে নিরিবিলি একা ,
সারাদিন দুঃখের দুঃখী সব সময় করে দেখা ।
সংসারে আমি মেহেমান অল্প সময়ে ,
আশায় মিছে সবই বৃথা মুঠোঁয় বিদায়ে ।
দেখ কত সুন্দরে ময়ূরী পাখা মেলে ,
ধরনী নদী সাগরে মাছ গুলো খেলে ।
কুহু কুহু সুরে আকাশে কত পাখি ,
সময় সময়ে খুলে সূর্য তার আখি ।
হাঁসি খুঁশি শহরে সবই থাকবে হয়তো ,
মিলায়ে স্বাধে রূহ্ বিত্তে মোর নয়তো ।
তাইতো ভাবি পিছনে যা গেল ভুল বুঝে ,
কাঁদায়ে নীরবে আবার কেন তারেই খুঁজে ।
ওরে হিসেবের পালা আর নয় মনের মত ,
ভয়ে সেজদা মাফ চাও করে মাথা রত ।
চিন্তায় চেতনায় বিশ্বাসে অতীতের ভাবনা ,
পিছনে ভুল ভুলে সামনে ভালো করি কামনা ।
বুঝি বুঝিয়া আছি গোলামে রব করিও মাফ ,
উদারও মনে ভুলিও আঁধারে কালো পাপ ।
শক্তি যুদ্ধের যোদ্ধা দেহে শীরায় রাখি ভুক্তি ,
মিলিবো আখি তখনি দয়াময় পাপের চাই মুক্তি ।