ফাগুণের হাওয়ায় ফুটন্ত কলি নানান রঙ্গে এসেছিলে হে অতিথী ,
শ্রদ্ধায় নত অল্পক্ষণেও জাগিয়া প্রাণ স্বরণে মনে রেখেছিলো পৃথিবী ।
ভুক্তি কেন এমনই হয় যা ভুলতে সহযে নিরুপায় জোয়ারে ভাঁটার ,
যাযাবর আপনও ঘর ভুলেছে পর কষ্টে আর্তত্যাগের আর ব্যথার ।
এসেছিলে হে অতিথী ২১শে ফেব্রয়ারী রূপে হয়তো আবার আসবে ,
নানান ব্যস্ততার মাঝেও শ্রদ্ধায় কি জানিনা মুখরিত রূপ দৃষ্টি রাখবে ।
শহীদ বেদি আজ ফুলে ফুলে পরিপূর্ণ উলঙ্গ পায়ে সবাই নত শীর ,
এ কেমন জাতি একদিনে মনে রাখি পরে ভুলিতে হয় তোমরা বীর ।
সমাজে পারা মহল্লায় পৃথিবীর আনাচে কানাচে ধ্বনি বাংলা ভাষা ,
ইংরেজি রঙ্গে ঢঙ্গে বাংলা হারায়ে অপমানে সালাম জাব্বারের আশা ।
মায়ের বুকের হারানোর ব্যথা কবিতা কাব্যে উপন্যাসে সহজ নয় ,
বিশ্বাস রাখো ভালোবাসায় বাংলায় তাদের ত্যাগে শক্তিতে কর জয় ।
কাঁদে জানি বাংলার মাটি হারায়ে সবুজে দেখেনা কেউ লাল রক্তের ,
সামান্য ফুলে একদিনে ভুলে গোলামের ন্যায় হয় টাকার ভক্তের ।
ওহে বাংলার কৃতি সন্তান ভুলে যারা তোমাদের কৃত্তি আর্তদানের ,
মানিয়া আমি করি না ভুল জানি দেশপ্রেম তাদের কতটুকু মানের ।
আসো বারে বারে চাইনা বলিতে এসেছিলে হে অতিথী কবে তুমি ,
ধরনী সবুজে হেসে হেসে পাখিদের সুরে বলি ধন্য কর এই ভূমি ।