সেই প্রথম থেকেই দেখেই ভাবি চুপে চুপেই কারণ অজানা ,
বুদ্ধি বলি রূপে বিত্তে বলি বুঝে আমি তোমার যোগ্য না ।
আমি তো এক সুদুরের ফকিরের খুদার্থ প্রথিক অচেনা ,
রাজারও মেয়ে তুমি ভিক্ষে দাও আমি তোমার যোগ্য না ।
আদিকাল নয় এখন ডিজিটেলের ফাকি আর চলে বাহানা ,
মূর্খ বইকি আমি , হে প্রফেস্যার আমি তোমার যোগ্য না ।
বড় বড় অট্টালিকা দালানে স্বপ্নের কিছু মিছু মিছু চাই না ,
প্রাসাদের বন্ধি কয়েদি হতে নহে আমি তোমার যোগ্য না ।
তোমার সাথে মজা বা ফাইজলামী করতে আমি পারিনা ,
বলি কি সেই প্রথম থেকেই বন্ধু আমি তোমার যোগ্য না ।
জানি আমি বিশ্বাসে আছি কিন্তু রূপে দেখতে ভালো না ,
অবশ্যই একটা যে মোর বানী হে আমি তোমার যোগ্য না ।
ভালো থাকো সব সময় দোয়া বলি বা মনের অতি কামনা ,
আছি আমার মতই সত্যি বলি কি আমি তোমার যোগ্য না ।
আমি তো মালি বাগানের , ফুল যে তুমি ওহে ললনা ,
পারে যতনে ফুটাতে মালি তাই আমি তোমার যোগ্য না ।
রাজকন্যা তুমি আমি সাধারণ প্রজা দিতে পারি খাজনা ,
রাজা যে মোর স্বপ্নেই মানায় ঘুমায়ে আমি তোমার যোগ্য না ।
রাগে বা ক্ষোভে নয় ভয়ে আছি বাঁচি পরিশ্রমে এটাই যন্তনা ,
তুমি থাকো তুমি বাসনা করি দোয়া কর আমি তোমার যোগ্য না ।