তুমি হাঁসি বলি কান্না ভুলায়ে জগতের শক্তিধরে ,
তুমি সাহসের বীর বাঁধা ডিঙ্গায়ে সামনে যুগান্তরে ।
তুমি নজরুলের সেই বজ্রকণ্ঠের উঁচ্চমম নত নহে শীর ,
তুমি আষারে লুকানো সবুজ বাংলার উজ্জলো হে বীর ।
তুমি রবি ঠাকুরের সোনার বাংলা তোমায় ভালোবাসি ,
তুমি কবিতায় প্রেমময় ছড়া কাব্যে দিগন্তে কাছাকাছি ।
তুমি কৃষকের নাঙ্গলের ছোঁয়ার সোনালী ফসলের সুখ ,
তুমি দিন মজুরের দারিদ্রে মজলুমের অল্পতে ভরা বুক ।
তুমি সুখের ডানায় রাঙ্গায়ে রঙ্গিন স্বপ্নের তৃপ্তির ভাবনা ,
তুমি চেতনায় চিন্তায় সুন্দরো কর দেশ করি যে কামনা ।
তুমি পারো শক্তিতে হে বীর গর্জে উঠো নীরভয়ে মনে ,
তুমি পারবে হারাতে রয়েল বেঙ্গল টাইগার থাকনা বনে ।
তুমি যুদ্ধের সৈনিক মুক্ত কর সন্ত্রাস জঙ্গী আর চাইনা ,
তুমি নতুন তাতে কি সামান্যই তো আছে কিছু হায়না ।
তুমি শেখ মুজিবের সেই ধারালো গর্জে উঠা আওয়াজ ,
তুমি যুদ্ধে বিজয়ী জাতির জনকের শান্তির বঙ্গভূমি আজ ।
তুমি আছো বলেই আমরা আছি তুবুও ভয়ে একটু ক্লান্ত ,
তুমি আবার হও জয় বাংলা ভুক্তি মনে তবেই দেশ শান্ত ।
তুমি রাজনীতির ফাঁকে ফাঁকে বিশ্বাসে দেশ প্রেম কর যুক্ত ,
তুমি দুর্নীতি পুড়ায়ে ধুয়ে মুছে নিজের বিবেক কে কর মুক্ত ।
তুমি সাহসী যুবক কর পিতা মাতার মত দেশ ভালোবাসা ,
তুমি আগামী তুমি ভূবিশ্যত তুমি জাগর্ত জাতির কত আশা ।
তুমি সাগর মহা আকাশ পাহাড় ধরনী নাজিমের অন্তরে ,
তুমি আছো থাকবে বারে বারে শত শত পথের যুগান্তরে ।