ভালোবাসতে হবে না তুবুও আমি বলবো প্রিয়া ভালোবাসি ।
রাগে চোখে লাল জ্বলন্ত আগুনের তাপেও আমি ভালোবাসি ।
বিশ্বাস চাই না বিশ্বাসে বলে দিলুম কিন্তু চোখ বুঝে ভালোবাসি ।
বসন্তের ফুল ভুলেও না পড়ায়ে খোঁপায় ওগো বলি যে ভালোবাসি ।
রাত বিরাতে একা জোৎসনা দেখতে ও কালো কারণ ভালোবাসি ।
চাঁদ সমুদ্র ফুল পাহাড় ঝরণা নামক চাপায় নয় নীরভয়ে ভালোবাসি ।
পারবো না জীবন দিতে হারাতে ভয়ে তোমাকে যে ভালোবাসি ।
সমাজের কাছে করিবো রানী ধরিবো হাত সখি মোর ভালোবাসি ।
মনের ঘরে কান্না বসবাস সর্বনাশা বন্যায় হাবুডুবু খেয়েও ভালোবাসি ।
একদিন নয় দুইদিন নহে জীবন ও জীবন ধরে একবাক্যে ভালোবাসি ।
আশায় আছি থাকবো ভালোবাসায় জীবনে বা মরণে ভালোবাসি ।
এসো শেষ বেলায়ে তাতে কি সমাধীর পাশে বলিও একটু ভালোবাসি ।