আমি বাঙ্গালী সাহসের বীর সস্তা মনে নয় হাড়ি না বলেই ,
আসি বিনম্র শ্রদ্ধা ব্যথায় সমাধিতে পিতার শিকরের টানেই ।
জানি বুঝি তবুও কেন হায় দেশ ভালোবাসা মনে বহেনা ,
তোমারই আওয়াজে ত্যাগে জাতি কেন দেশ সেবা করেনা ।
সমাধির প্রতিটা ইটের পাথরের মাটির করুন কান্না কেউ শুনে ?
সোনার দেশে হে বীর এখন কি আছে ভক্তি মানুষেরই মনে ?
বীর মরেনা কহেনা কেহ্ বীরের বহবান হে মহান যোগ্য বীরত্ব ,
ধনে নহে মনে বড় ছিলো তোমারই বুকে জ্বলন্ত চাওয়া মুক্ত ।
শ্রদ্ধায় শত শত ফুলে বিছায়ে ঋন পারবে কি জাতি করিতে শোধ ,
ইট পাথরের কান্না শান্ত কর সন্ত্রাস জঙ্গীর বিরোদ্ধে গরে পতিশোধ ।
সেই উত্তাল ক্ষণে ক্লান্ত পিতা মজিব তোমার থাকিতাম যদি কাছে ,
ইতিহাস মানেই বঙ্গবন্ধু তুমি, ভারাক্রান্ত মনে আছি সমাধির পাশে ।
বঙ্গবন্ধু আছে দেখ আকাশের পানে দেখ সাগরে গর্জে জোয়ারে ,
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে শান্তি সুখী দুয়ারে ।
দোয়া করি বাহিরে নয় মনের গভীরে আছো রাখিয়া বীরের স্থানে ,
সমাধির পাশে একটাই চাওয়া জনক থাকিবেন উজ্জলোতর মানে ।
৭১ কথা কয় করেনা ভয় কারণ ৭১ মানেই আপনার প্রতিজ্ঞায় ,
যুদ্ধে স্বাধীন অবদানে মানে বাংলাদেশ আছে আপনার প্রতিক্ষায় ।
এখন তো দেশ প্রতিদিনই হাসে ভাষে আনন্দে ধারার বিজয়ে ,
টুঙ্গিপাড়ায় বারে বারে আসিবো করিবো নত শীর লয়ে বিনয়ে ।
বিদায় নহে বলি লাল সালামে রক্তিম রক্তে তুমি বড়ই যে দামী ,
সোনার দেশ হবেই জনক ভেবনা কথা দিলাম আমরা যুব আগামী ।