কে তোমাকে দিয়েছে বিষণ্ণ দুপুর?
তোমার পায়ে পড়িয়েছে স্মৃতির নূপুর?


                 ২


তোমাকে দিয়েছি বর্ষা, নিয়েছি রৌদ্র দহন
তোমাকে দিয়েছি শারদ, নিজেকে বিসর্জন !


                 ৩


যে বিলে ফুটে পদ্ম, সেখানেও সাপের ছোবলের ছাপ।
হৃদয় বাড়িতে গড়েছে আবাস পূণ্যের সাথে পাপ!


                 ৪


বন্ধ কপাট, শুধু অন্ধ পাখিরাই উড়ছে
উদ্ধত ঝাপটায় মেঘের পালক ছিঁড়ছে !  


                  ৫


যেকোনো শকটে দিতে পারি পাড়ি পথের দূরত্ব
সময়ের সীমানা শুধু রয়ে যায় দিগন্তে, অনন্ত!  


                  ৬


নিয়নের হাতছানি, জোনাকিও পথ হারালো !
নিয়ে যাবে হাত ধরে ফোঁটাতে ভোরের আলো?


এহসান নাজিম
০৪/২৫/২০২৪