হে একুশ,
তোমার জন্য বাঙালী জাতীয়তাবাদের একদিন হয়েছিল উদ্ভব
কেমন করে বাঙালী জাতি ভুলে যাবে সেই সদ্ভাব।
হে একুশ,
তোমার জন্য আমরা পেয়েছি পরিচিতি হিসেবে বাঙালী জাতি।
তোমার স্মরণে তাই আজ মোরা রাখি হৃদয় আসন পাতি।
হে একুশ,
তুমি আমাদের মান নিয়ে গেছ সর্বোচ্চ সুউঁচুতে।
বিশ্বজুড়ে আমদের পরিচয় কে পারে আজ তাই মুছিতে।
হে একুশ,
তোমার চেতনায় আমরা পেয়েছি একাত্তরে একটি স্বাধীন দেশ।
সেকথা ভুলে গেলে বাঙালী জাতিকে কিভাবে মানাবে বল বেশ।
হে একুশ,
তুমি হলে বাঙালী জতির গৌরবময় অহংকার।
তাইতো বাংলা বিশ্বের দরবারে দিতে পারছে আজ হুংকার।
হে একুশ,
তুমি আমাদের হৃদয়ে পবিত্র এক প্রভাত ফেরি ।
তোমার শোকে প্রতি ফেব্রুয়ারীর একুশে মন হয়ে যায় শোকে ভারি।