আমি যা কিছু দেখতে পাই
তার দুটো রূপ আমি দেখি
একটি হল ঐ বস্তু
আরেকটি তার ছাঁয়া।
আজ আমার স্বার্থের বিষয়টা
দেখলাম, তারও দুটো রূপ
একটা আমার পক্ষে
আরেকটা বিপক্ষে।
আমার স্বার্থে আঘাত লাগায়
আমার চোখ ও হৃদয়ের
মধ্যে আজ তৈরি হয়েছে
বিশাল তফাৎ।
আমি এখন আর বস্তুকে
দেখতে পাই না।
পাই কেবল দেখতে তার ছাঁয়া।
আমি অবিরত হাটছি ছাঁয়াকে
কায়া ভেবে।
কায়া সরে যাচ্ছে যতটুকু
ছাঁয়া সরছে তার থেকে একটু বেশী
আমার চোখ এখন অন্ধ প্রায়
স্বার্থপরতা ও লোলুপে
স্বভাবের কারণে ।
তাই আমি দু’য়ের মধ্যে
পার্থক্য খুঁজে পাই না
আমি ছায়াটাকে ধরতে
মেরে ফেলি কায়াকে।
অবশেষে হারিয়ে ফেলি
দুটোকে।
আমি বিভ্রান্ত হতে চাইনা
আমি বাঁচতে চাই কায়ার
শরীরে স্পর্শ করে
কিন্তু পারি না।
আমার হাত যে অনেক বেশী
নোংরা ও পরিত্যক্ত
আমি বলতে পারিনা
কারণ আমি আমার হাতকে
খুব বেশী ভালবাসি।
আমার শক্তির উৎস
আমার দু’হাত, আমার দু’পা
নিয়মিত অন্যায় করছে
আমি দু’হাত, দু’ পা।
আমি নির্লিপ্ত , কারণ
ওরাই আমার শক্তির উৎস।
কেউ কি পারে নিজের শক্তিকে
নিজের হাতে নিঃশেষ করতে?
আমি শক্তিহীন হতে চাই না
কারণ আমি লোভী।
আমার যা আছে চাই
তার চেয়ে আরও বেশী।