আমায় একটু দু:খ দেবে, যা বেহায়া মন চায় তার ভাললাগা মানুষটির কাছে, বেহায়া বললাম কেন জান-তুমি উপেক্ষা করো যখন, তখনও আমি তোমার জন্য অপেক্ষা করি, তুমি কটাক্ষ করে কথা বল যখন, আমি তোমাকে বোঝানোর চেষ্ঠা করি – তোমার এটা করা ঠিক নয়। তুমি না খেয়ে থাকলে আমার কষ্ট হয়। তুমি কথা না বললে-পৃথিবীর সব কথোপকথন বিষাক্ত মনে হয়। মনে হয়- কবিরা এ যাবত ভালবাসা নিয়ে যত কবিতা লিখেছে সব মিথ্যে। তুমি চিন্তিত হলে আমার সুখগুলো চিন্তিত হয়ে পড়ে। তুমি অসুস্থ হলে আমার দেহখানাকে বিছানা মনে হয়; যেখানে তুমি হেলিয়ে দিতে পার তোমার ক্লান্ত শরীরকে কোন অনুমতি ছাড়া। তারপরও যদি তুমি বোঝ আমার বেহায়া মনটাকে!