দরিদ্রতা
কি কেবলই অর্থের?
দরিদ্রতা বলতে কখনও বুঝায়নি অর্থের অভাবকে।
কারণ অর্থের অভাব কখনও ছিলনা পৃথিবীতে।
মাটি খুড়লেই আমরা খুঁজে পাই হিরা- জহরত-মানিক্য।
কিন্তু আমরা খুঁজে পাইনা  কোন বৃহৎ মানবিক বস্তুকে ;
যা নিয়ে আমরা কাড়াকাড়ি করতে পারি সহজে ।
আমি চোখ খুললেই দেখি-
রাজনীতিতে রাজনৈতিক দরিদ্রতা,
পরিবেশ প্রতিবেশ বিপর্যয়ের দরিদ্রতা,
নিরাপত্তাহীনতা উদ্ভুত দারিদ্রতা,
আস্থাহীনতা উদ্ভুত দরিদ্রতা,
মানস কাঠামোর দরিদ্রতা,
বার্ধ্যকের দরিদ্রতা, যৌবনের দরিদ্রতা,
সল্প আয়ের মানুষের দরিদ্রতা,
শিক্ষার দারিদ্রতা, কর্মফাঁকির দারিদ্রতা
স্বাস্থ্যহীনতার দরিদ্রতা,দরিদ্রতা পশ্চাদপদতার
দরিদ্রতা নিরাপত্তাহীনতার।
এমন দরিদ্রতা আমাকে আর মহান করে না।
কারন দরিদ্রতা এখন বহুরূপী ।