রিপোর্ট


ঠিক কতটুকু ভালবাসি
বুঝতে হলে আমার হার্টের ইকো রিপোর্ট পড়ে নিও
যদি ইকোর রঙিন ছবিতে তা
ঠিক স্পষ্ট বুঝতে না পার,
তাহলে রক্তের সিবিসি রিপোর্ট পড়ে নিও
তোমার মনের পজিটিভ কথোপোকথন
আমার রক্তের রেড  ব্লাড সেল গুলো দ্রুত বাড়িয়ে দেয়।
এ কথা ডাক্তার পরীক্ষা করে বলেছে
এই তো সেদিনের রিপোর্ট দেখে
ডাক্তার জানতে চাইল
এ কদিন আপনার খাবার মেন্যুতে কি কি খাবার ছিল?
আমি বললাম,
আমি তো এ ক’দিন তেমন কিছুই খাইনি
ডাক্তার বলল-
তাহলে রিপোর্টে সবকিছু টিক হল কি করে?
সেদিন ডাক্তরকে বলতে পারিনি
তোমার পজিটিভ ভালবাসার কথোপোকথনে
কি কি কথার মেডিসিন ছিল
তারপর একটু একটু করে রক্তের
শ্বেতকনিকার পরিমান বাড়তে লাগল
কারণ কথাগুলোর মধ্যে ক্ষতিকারক পয়জন
মিশ্রিত হতে লাগল,
পারমানবিক চুল্লিতে একটু চির ধরেছে মনে হল
একটা সোনামুখি সুঁই বিঁধে গিয়েছিল
হার্টের কোন এক শিরায়
সিটি স্ক্যানে কি সোনামুখি সুঁইয়ের ছিদ্র ধরা পড়ে?
ডাক্তার জানতে চাইল কি হয়েছে আমার?
আমি সেদিন ও বলতে পারিনি
কি নেগেটিভ কথা হয়েছিল তোমার আমার মধ্যে।