যা চাওনি তুমি
      - নাজমা আক্তার


অজান্তে কিছু চেয়ে বসা আমার অভ্যেস ছিলনা
অকারনে হেসে উঠা আমার কাছে ভীষন বিরক্ত লাগত।
আমি ভীষন মৃদুভাষি ছিলাম-বন্ধুরা বলত!!
আমি মুচকি হেসে উড়িয়ে দিতাম এসব কথা।
আজ মনে হয় অজান্তেই আমি কিছু চেয়ে ফেলেছি
কি চেয়ে ফেলেছি তা জানার আগ্রহ কারো না-ই থাকতে পারে।
নাইবা থাকুক কারো!
আমি বলতেও চাইনা,
আজও আমার চোখের সামনে ভেসে উঠে
একজোড়া নিদ্রালু চোখ!
তাই ধরে নিয়েছি আমায় তুমি দেখতে পাওনি সেদিন;
সেদিন আকাশ ছিল নীল চাদরে ঢাকা
যা আমার মনের কষ্টের সুতোয় বুনট এক নকশীকাঁথা
কিন্তূ বাতাসে ছিল ভালোবাসার অস্তিত্ব;
যা কেড়ে নিতে পারে যে কোন গোলাপের সতিত্ব।
তারপর থেকে-
অকারনে হেসে উঠি অামি এখন প্রায়ই,
ভাবী এ তোমার নিদ্রালু চোখের কারসাজি,
কে বলবে আমায় এখন মৃদুভাষি!
সবাই আমায় বলে আমি নাকি সুহাসিনী,
তারপরও  কি বলবে-
আমি তোমায় কখনও ভালবাসিনি।