আমি বোকা বনে বাস করি
তোমার আশায় বসে থাকি।
নিত্য দিনের মতো আজো বসে আছি
বোকা হয়ে বসে আছি।


পাখিরা গান গায় সুরে সুরে
আর ডেকে যায় আমাকে।
আমি যে বোকা ছেলে
পাখিরা কখনো ডাকেনারে।


শুকনো পাতার মড় মড় শব্দে
মন আমার নেচে উঠে
এই বুঝি তুমি এলে
এসেছো তুমি, তবে আমার না
অন্য কারো হাত ধরে।


আমি বোকা বনে বাস করি,
বাতাসের কথা শুনি,
আজ ঝরো হাওয়া বহে
আশা করে,এই ঝরো হাওয়া
তুমি আমার হবে।
আশা সব গুড়েবালি...
আজও সে অন্য কারো বাড়ি।