চাইলাম এক কাপ কফি
পেলাম হাতে চা,
গরু নাকি বন্দি ঘরে
চেঁচিয়ে বলল মা।

নাস্তায় আজ রুটি
ডিমের আশা ছিল,
মুরগি নাকি ভয়ে কাঁপছে
বাবা বলে দিল।

আজকে দুপুরে বুঝি
করবে মাছ রান্না !
বলার আগেই এসে মা
করে দিল কান্না।

বাজারে কেউ নাই
বাবার বলার ভাষা,
করোনা করেছে ফাঁকা
করিস না কিছুর আশা।