দারুণ খুশি একলা হাসি
ধরলে নাচন মনে,
গানের সুরে একটু দুরে
শুধাই সখির সনে।

সখি আমার বড্ড রসিক
মুচকি দিয়ে হাসে,
রূপের বাহার আছে তাহার
আমায় ভালবাসে।

রচনা কাল - ০৩/১২/১৯৯৯