তথ্য গোপন মিথ্যে কথন
বর্তমানের হালচাল,
করোনা রোগ গরীবের ভোগ
জগা খিচুড়ি আজকাল।

মোটের অংক অনেক বেশি
যোগের ফলে কম,
পাউডার মাখা চেহারা সাদা
মার্কসের ভিতর দম।

নকল পোষাকে যোদ্ধা মরে
কি আসে যায় তার,
মরছে মরুক দেশের মানুষ
ব্রিফিং সমাচার।

মুখের কথা কাগজ খাতা
ভিন্ন হলে কি হবে?
বোকার দেশের শাসন ভাষণ
প্রশ্ন করে কে রবে?

সৎ সাহসের হোক না কথা
গুজব হবে শেষে,
বিচার আচার দ্রুত আইনে
ধামা চাপার দেশে।