পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া
মরিচের দামে ঝাল,
সিজন শেষে আড়ৎ মালিকরা
আটকে রাখে চাল।

তেলের আবার রকম আছে
দাম বাড়ানোর ফন্দি,
গরীব নামের মানুষেরা সব
আড়াই প্যাঁচে বন্দি।

ডালের বেলায় ভেজাল বেশি
দেশী বিদেশীর ভাগ,
ডিমের বেলায় নকলে কম
ইলিশে বড্ড রাগ।

গুঁড়া মশলার দাম বাড়ে'না
আসল একটুও নাই,
সরষে তেলের ঝাঝেই কাবু
নকল শুধুই পাই।

লিচু আমের বাজার ভালো
ফরমালিনে পাকা,
সুযোগ গুলো দিচ্ছে তারাই
নিচ্ছে যারা টাকা।

বেশি লাভের ধোঁকার তরে
মানুষ মারছে যারা,
সাধুর বেশে দান পাত্রেই
নাম কুড়াচ্ছে তারা।

চলতি পথে ট্যাক্স বায়না
পণ্যবাহী ঐ ট্রাকে,
শাসন প্রথায় চা নাস্তার
মামা বলে হাকে।

# সিজন (Season) = বতর