আজ তবে ভালো থাকো, সুখি হও
মুক্ত পাখির মতো।


চেয়েছিলে স্বাধীনতা, আকাশের বিশালতা
রঙ্গিন ভুবন;
সুখি হও তবে আজ, পেয়ে মুক্তির স্বাদ
ছুড়ে ফেলে নিকট স্মৃতি।


ক্ষোভে তুমি ফুসেছিলে, হতাশায় ডুবেছিলে
সারাক্ষন অভিযোগ ছিলো তাই;
ভাবোনি একবারও অনুভূতি কতোটা
ছিলো হৃদয়ে আমার।


ভালো থাকো তবে আজ মুক্ত ভুবন মাঝে
নেই কোন শিকল সেথায়;
যা কিছু চাইবে, যা তুমি চাইবে না
সবটাই হাতের মুঠোয়।


বেশি পাওয়া হয়ে গেলে, তাকে বলে যন্ত্রনা
আজ আমি বুঝেছি বেশ;
অভাব কিছুটা ভালো, আকুতি বাড়ায় তা
তোমাকেই দেখে শিখেছি।


ভালো থাকো সুখি হও মুক্ত ডানায় চড়ে
আজ আর নেই কোন ভয়;
কেউ আর ডাকবেনা, বিরক্তি মাখবেনা
অযাচিত প্রেম অধিকারে।