জীবনের কোন প্রান্তে; খুব প্রিয় কেউ ছেড়ে চলে যায়
স্বপ্নে ঘেরা দু-চোখে ছাই ছুড়ে; বিশ্বাস ভেঙে দেয় কাচের মতোন।
তখন অদৃশ্য রক্ত-ক্ষরনে আহত পাখির মতো ধুকফুক করে মন
অদ্ভুৎ শূন্যতা ঘিরে ধরে তুচ্ছ-অর্থহীন হয়ে যায় এ জীবন।
মনে হয় বার-বার, "কি ভুলে আজ এই শূন্যস্থান?
কি পাপে মিলেছে এই উপহার!"
অশ্রু ফুরায়ে তারপর, বিদ্রোহী অনুভূতি হৃদয়কে করে দেয় যান্ত্রিক
মনে হয় হৃদয়ের গাছটা মরে গেছে; ওখানে আর দেখা মিলবে না সবুজ পাতার।
কিন্তু চিন্তার বিপরীতে সময়ের স্রোত; কিছু বিশ্বাস হয়ে যায় ভুল
হঠাৎ ঝড়ের মতো কেউ আসে; ঠিক আসে ফের জীবনে
বসন্তের মতো রঙ্গীন হয়ে; প্রদীপের মতো মনে জ্বালে প্রেমের আগুন।
তখন অতীত যেন কোন উপন্যাসের বিশাদে আচ্ছন্ন কিছু লাইনের ভ্রম
নব প্রেম সত্য; এটাই প্রথম!


গ্রহনে চাঁদ কখনো কালের গর্ভে বিলীন হয় না
জোছনার আলো নিয়ে ফিরে আসে ফের।
ভালোবাসাও তেমনি মরে না; ফিরে আসে বার-বার নতুন করে
ধ্রুব শুধু শূন্যস্থানে বসে কোন নতুন মানুষ।