একটা শালিক ভর দুপুরে
আমায় বলে ডেকে ডেকে
তুই কি আমার সঙ্গী হবি?
প্রভাত বেলার; শেষ বিকালে।


শালিক আবার খুব আদুরে
লুকাতে চায় আমার মাঝে
মুক্ত আকাশ ছাড়তে রাজি
হৃদয় খাচার পরশ পেলে!

রোদ-বৃষ্টি-শীতের বাধা
কোন কিছুই মানে না সে।
সবুজ পাহাড়, সাগর ফেলে
মরুর বুকেই আসে ফিরে!

আমি বলি ওরে পাখি
কিসের আশায় আসিস ছুটে?
এইখানে যেই নদী ছিলো
বহু আগেই গেছে মরে।