রঙ্গিন পাপড়ি মেলিয়া ধরিয়া
শত নয়নে স্বপ্ন সৃজিয়া
ধরনীর বুকে প্রভাত আলোতে
ফুটেছিল, যে ফুলটি
ধীরে-ধীরে তার রঙ্গে আর ঘ্রাণে
হাসি মাখা তার মুখ খানি দিয়ে
কাছে টেনেছিল, সে মনটি।


যখন দিবার মধ্য ধারা
রবির আলো বাধন ছাড়া
হবে পরিস্ফুট পাপড়ি-গুচ্ছ
সুভাষিত হবে শত প্রাণ,
তখন হঠাৎ কালো মেঘ এসে
প্রলয় তুলিল ধরার বুকে
ধুলায় লুটাইলো পাপড়ি-গুচ্ছ
ঝরিল, সে সুভাষিত প্রাণ।


কত নয়নে আজ তাই অঝোর রোদন
হৃদয়ে বয়ে যায়, শুধুই প্লাবন
যদিও বন্ধু , জানি এ রোদন জলেই
মহাকাল তরে তুমি হারিয়ে যাবে
ভুলে যাব তুমে, হয়তো আমি
ভুলে যাবে ধরনী।


তাই স্রষ্টার তরে প্রার্থনা রবে
ক্ষমা করে দেন যেন তিঁনি তোমারে
জান্নাত বাসি হও যেন তুমি
সুখি হও ঐ অনন্ত পরপারে।


(কবিতাটি আমার অতি কাছের এক ছোট ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে লেখা।)