আমি শিহরিত হই
ভয়ে আতকে উঠি
চোখ বুজলেই দেখি-
রক্ত ভেজা মাটি।
একি দুঃস্বপ্ন !
রোজ  দেখি  আমি দিবা-রাত্র ?  


একি দুঃস্বপ্ন !
কাটাতারে ঝোলা কিশোরী প্রান
বিবেকের দ্বারে করে চপটাঘাত
তবু বিচারের বাণী হয় নিষ্ফল
মাটি ভিজে থাকে রক্তে।  


একি দুঃস্বপ্ন !
চাপাতি হাতে যুবকের দল
রক্ত নেশায় হয়ে মাতাল
শীকার করে নিরীহ প্রান
রাজপথ হয় রক্তাক্ত।  


একি দুঃস্বপ্ন !
রাজপথে লুটায়ে নারীর সম্ভ্রম
বিজয় উল্লাস করে হায়ানার দল
বিচারের বাণী নিরবেই কাঁদে  
ধর্ষীতা রোজ দেখে দুঃস্বপ্ন।  


একি দুঃস্বপ্ন !
ছোট্র শিশুর বাচার আর্তনাদ
হায়ানাদের করে আরো উন্মাদ
ধুলায় লুটায় নিষ্পাপ প্রান
মানব বিবেক হয় বাকরুদ্ধ।  


একি দুঃস্বপ্ন !
রোজ দেখি আমি দিবা-রাত্র ?