ধরণীর বুকে চলা নিত্যদিনের চিরোচেনা কোলাহল ছেড়ে
আমি-তুমি-সবে, চলে যাবো মহাকাল পানে।
যেভাবে গোধুলিতে পাখিরা নীড়ে ফেরে- ডানা মেলে চুপিসারে।
যদিও ঝাউডালে স্থির পাখিগুলো মুখরিত রয় গানে-গানে সে লগনে।


সে কলতানে, নতুনের ভিড়ে, হয়তো কিছু স্মৃতি বেঁচে রবে- কিছু কাল
হয়তোবা লবে কেউ স্মরণে, নয়তোবা ভুলে যাবে, মিশে রবো মহাকালে।
ঠিক যেভাবে মিশে গেছে শত রথি-মহারথী, উদিত হয়ে একদা পূর্ব গগনে
কত দীপশিখা জ্বেলে, নয়তোবা প্রলয়ের ঝড় তুলে; হারিয়ে আবার নিরবেই।