রাতের নীরবতা ভাঙ্গে ঝি ঝি পোকার কর্কশ ডাক
তার নিচে চাপা পড়ে আমার একাকীত্বের নিরব আর্তনাদ।
রাতের আকাশের তারাগুলো সে কান্নার নীরব সাক্ষী হয়ে রয়,
দক্ষিণা বাতাস বওয়া ক্ষানিকের তরে থেমে যায়,
শিমুল গাছে বসে পেচাটা যেন তার কন্ঠে দুঃসংবাদ শোনায়,
জ্বোনাকি পোকাগুলো জ্বলে-নিভে আশা-নিরাশার সাগরে ডুবায়,
দূর কাশবনে শেয়ালের দল অবিরত ডেকে যায়,
রাতের নিকেশ কালো আধার যেন আরো ঘনীভূত হয়,
মেঘের আড়ালে লুকায় চাঁদ, তারাগুলো নিভে যায়
পাখিগুলো নীরব হয়, বাতাস ছড়ায়না হাসনাহেনার সৌরভ
বাড়ে দীর্ঘশ্বাস, ডুবে থাকি আমি একাকীত্বের অথৈ সাগরে
সে লগনের স্বাক্ষী হয় মহাকাল, অসীম শূন্যতায়!