হে অভিযাত্রী,
যদি তুমি দেখতে চাও তারুণ্যের জয়-উৎসব
শুনতে চাও নব-নব প্রাণের স্পন্দন
রাবির হিসাববিজ্ঞান পরিবারে তবে তোমায় আমন্ত্রণ।


জীবনের প্রয়োজনে, শত মাইল পাড়ি দিয়ে
দুরু-দুরু কাপা বুকে, মেধাবীরা এখানে আসে
শুরু করে পথ চলা, হিসাববিজ্ঞান পরিবারের সাথে।


যেখানে মেধার চর্চা চলে, তরুণ প্রানের সমারোহে
যেখানে সবার সুখ-দুঃখ মিশে একাকার হয়
আনন্দ-উৎসবে মাতে সবে একসাথে
ভাসে সবে একসাথে দুঃখের অশ্রুজলে।


এখানে তুমি দারুণ ঐক্যের ছায়া খুজে পাবে,
নব সৃষ্টির দিশা খুজে পাবে,
নব আহবাণে প্রাণ ফিরে পাবে-
প্রাণ-উৎসবের বাধ ভাঙ্গা গানে।


(আমার জীবনের সবচেয়ে স্মৃতিময় সময়গুলো যেখানে কাটাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের নিজের সেই বিভাগ কে নিয়ে লেখা এ কবিতাটি)