অতি সাধারণ একটি মুখ, বড়ো মায়াবী
দেখেছিলাম কয়েক বছর আগে
সবুজ-শ্যামলে ঘেরা নিভৃত এক গ্রামে
কোন এক কোলাহল মুখর সকালে।


এরপর যতো বার দেখেছি সে মুখচ্ছবি
নয়ন যুগল সবিস্ময়ে স্থির হয়েছে প্রতিবার
অপরূপ মুগ্ধতায় অজানা কোন আকর্ষনে
যেন স্বর্গ থেকে নামা কোন পরী সন্মুখে।


লজ্জাবতী লতার মতই সেই মুখখানি
নিশীথের মায়া মাখা ঘন কালো কেশ
স্বর্ণলতার কোমলতায় জড়ানো দেহ
কন্ঠে ঝরে তার কোকিলের সূর মাধুরী।


পৃথিবীর সব মায়ায় ঘেরা তার দু'টি আঁখি
যে মায়ায় পরাজিত, ভীরু আমি বার-বার
চোখে চোখ রেখে স্থির দৃষ্টিতে, বাস্তব কিংবা কল্পনায়
শুধু পলকেই কাছে টানে হৃদয়ের আঙ্গিনা।