কি আজব ভালোবাসা?
ভোরের আলোতে শুরু হয়ে-
বিকালেই শেষ হয়!


ভালোবাসি আমি তোমায় প্রথম-
হাজার জনকে কয়,
এইভাবে শত প্রেম করে-
আধুনিক নাকি হয়!


ভালোবাসি বলে কছে টেনে নিয়ে-
শুরু করে পথ চলা
কিন্তু তাহার আড়ালে চলে-
দুষ্টুমিরই খেলা।


ভালোবাসা আজ যুবতি খুজে-
দামি ফাস্টফুড, বাইক আর রঙ্গিন ফ্লাশের মাঝে।
ঐদিকে যুবকের ভালোবাসা লুকিয়ে রয় আজ-
যুবতির রূপ-যৌবনে।


তাই দিনশেষে, সবে ভালোবাসা খুজে অবশেষে-
প্যারিসের জাদুঘরে!