আমি আজ এক শিরোনামহীন কবিতা,
জানিনা কোথায় খুজে পাবো মোর ঠিকানা!
সুখের প্রহরে আপন ছিলো যাহারা,
দুঃখের নিশীথে নেই পাশে কেউ আজ তাহারা!
যখন পৃথিবী উন্মুখ হয় আজ করিতে জোৎসনা স্নান;
তখন আমি নিভু তারাদের সাথে গাহি বিশাদের গান!
জ্বোনাকি আমার হয়েছে আপন, আঁধার ভীষণ প্রিয়
হুতুম পেচার শঙ্কা জাগানো ডাকটা লাগে যে ভালো।
কাশবন মাঝে আশ্রিত শেয়াল দলের গর্জিত হুঙ্কার;
সেই বন চিরে যাত্রা আমার এখন, মনে নেই কোন সংশয়!
আঁধার ঘেরা এই দীঘল পথটা কে জানে কতটা বাকি?
আপনার ছায়াটাও তাই সরেছে দূরে, কেহ নেই মোর আজ সাথী!
কূলহীন এই সংসার দরিয়ার আমি এক বৈঠাবিহীন মাঝি;
সেই ছোট্ট তরী ডুবুক-ভাসুক, তাতে যায়-আসে কার কতখানি?