তুমি বড়ো ভালো লোক চেহারার শোভাতে
খ্যাতি আর সুনামে তোমাকে ধরে কে?
প্রকাশ্য আলোতে তুমি বড়ো সমাজিক
আড়ালের লীলাটা রয় ঢাকা কৌশলে।

সমাজের বিষফোঁড়া নষ্টা মেয়েটি
থুথু ফেল ড্রেনে পড়লেই দৃষ্টি।
ঘৃণাভরে চেয়ে রও ক্রুদ্ধ চাহনিতে
খুজে নাও শান্তি দিয়ে গালি বাহারি।

বেশ্যা-পতিতা হয় যদি মেয়েটি
ভোগে-পাপে যাহারা, তাদের কি উপাধি?