সত্যের মুখমুখি দাড়িয়ে;
আজ তুমি নির্বাক,
অশ্রু সজল চোখ।
ক্ষমাহীন পৃথিবীতে নিশ্চিত,
ফিরে পাওয়া প্রতিঘাত-
ছুড়ে দিয়ে ইট।
  
যে কষ্ট সাগরের মাঝ পথে ভাসিয়ে,
তুমি হেসেছিলে অট্টহাসি;
সেই সাগরের কিনারাতে-
আমি আজ দাড়িয়ে,
তুমি খাও হাবুডুবু!