প্রেমিক হতে হলে সাহসী হতে হয়
হতে হয় সিংহের মতো বীর দর্প।
প্রেমিক হতে হলে নিলর্জ্জ হতে হয়
হতে হয় বোবা, কালা, অন্ধ।
প্রেমিক হতে হলে জলের মতো হতে হয়
কখনো তরল, কখনোবা বরফ খন্ড।
প্রেমিক হতে হলে নদীর মতো হতে হয়
কখনো শান্ত বয়ে চলা স্রোত, কখনো উত্তাল তরঙ্গ।
প্রেমিক হতে হলে বট-বৃক্ষের মতো হতে হয়
হতে হয় নির্ভার ভরসার শেষ কেন্দ্র।
প্রেমিক হতে হলে পাহাড়ের মতো হতে হয়
হতে হয় নীরবে বওয়া কোন এক ঝর্ণার গল্প।