মাটি থেকে মুছে গেছে রক্তের দাগ
কোথাও নেই কোন আর ধ্বংসের চিহ্ন।
তবু হৃদয়ের ক্ষত আজও দগদগে
যারা হারিয়েছে স্বজন চিরদিনের জন্য।


যে মা হারিয়েছে তার প্রিয় সন্তান
তার দু'চোখ আজও অশ্রুসিক্ত।
খুঁজে ফেরে প্রিয় আদরের ধন
অচেনা হাজারো প্রতিচ্ছবির ভীড়ে।


যে নারী হারিয়েছে তার প্রিয়তমকে
সে আজ কাঁদতেও ভুলে গেছে।
মেহেদীর রঙ্গ বিবর্ণ হওয়ার আগেই
জীবনের রঙ্গ ধূসর আজ তার কাছে।


যে সন্তান দেখেছে ঘাতক বুলেটের নির্মমতা
বাবার করুন মৃত্যু অসহায় দৃষ্টিতে
সে আজও রোজ রাতে দুঃস্বপ্ন দেখে
ঘুম ভেঙ্গে যায় এক ভয়ার্ত চিৎকারে।


এই নির্মমতা কি কোন অভিশাপ নাকি দুঃস্বপ্ন?
জাতি আজও সেই প্রশ্নের উত্তর খোজে।
যায় দিন-মাস-বছর; ফেব্রুয়ারি আসে
অজানা আশঙ্কায়, শোকের বার্তা নিয়ে।


(২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির পিলখানা ট্রাজেডি নিয়ে রচিত।)