যে ছেলেটার মাথায় আজ বেকারেত্বের বোঝা
তোমার চোখেতে তার জন্য সারা পৃথিবীর অবহেলা
দূর থেকে দেখলেই তাকে পালিয়ে বাঁচতে চাও
হয়তো করবে সেও একদিন পুরো পৃথিবীকে জয়।


যে ছেলেটার মুখ থেকে আজ হারিয়ে গেছে হাসি
রাতের আঁধারে নীরব বাতাসে কান্না হয়েছে সাথী
অতি পরিচিত কন্ঠস্বরে বাজে হৃদয়ে বিষের বাঁশি
দেখে নিও হাসবে সেও বিশ্ববিজয়ী হাসি।


যে ছেলেটার মধুর প্রেমটা নীরবে সমাধি সৌধে
বেকার বলে প্রিয়া তাকে ছেড়ে অন্য স্বপ্ন ডানায় ভাসে;
সময়ের স্রোতে রঙ্গধনুটা ঠিক তার হাতে ধরা দেবে
শুধু হঠাৎ আঁধারে আলোকে হারিয়ে সুখগুলো কিছুকাল বনবাসে।


ক্ষণিক আঁধার জীবনে আসবে, মেঘ হয়ে যাবে ঝরে
মধ্য দিবসে আলোই হাসবে, জীবনের জয়গানে।