১.
সুখানুভূতিগুলো কতটা চঞ্চল হলে
বুকের বাঁ পাশটায় শূন্যতা বাসা বাধে?
দু'চোখ ঘুমকে পাঠায় নির্বাসন
নৈশব্দে ম্রিয়মাণ জোছনা আলাপে।


২.
হাজার বছর ধরে বয়ে চলা শান্ত নদীর মতই
জীবনের পথ ধরে আমি হাটিতেছি নীরবে।
হৃদয়ে প্রতিনিয়ত হাজারো অনুভূতির সংঘাত
ক্লান্ত প্রান আমি আজ, খুজে ফিরি আশ্রয়।