আমার ছোট্ট বুকের ভিতর বিশাল নীল আকাশ;
সেই আকাশে সারাটি ক্ষণ তোমার বসবাস।
ভোরের ফোটা প্রথম আলোয় তোমায় পড়ে মনে;
সারটি ক্ষণ তুমিই থাকো আমার অনুভবে।
ক্লান্ত ক্ষণে হঠাৎ যখন দক্ষিণ হাওয়া বয়;
সেই বাতাসের প্রশান্তিতে থাকে তোমার ঘ্রাণ।
আকাশ যখন অভিমানে বিষম সুরে কাঁদে;
মেঘের ছোয়ায় চোখের জলে, তোমায় ভীষণ মনে পড়ে।
আঁধার মাঝে ব্যাস্ত যখন সবাই চাঁদের খোজে;
আমি খুশি তোমার আলোয়, থাকো যতো দূরে।
এমন করে জীবন জুড়েই বাসবো তোমায় ভালো;
প্রতিদানে অবহেলা যতই থাকুক ঘিরে!