তুমি সাধারণ জনতা, তুমিই আবাল
আমি আছি গদি চেপে; আমিই জ্ঞান-ভান্ডার!
গাছ খেয়ে বেঁচে থাকে ছাগলের পাল
সভ্য মানুষ তুমি; তোমার বিদ্যুৎ দরকার!
বনে-বাদাড়ে বলো আছে কি দেখার?
এসির বাতাসে বরং জুড়াবে তোমার প্রান।