পরম স্নেহের আলিঙ্গনে; জন্মের পর তুলেছিল বাবা-
ছোট শিশু ভার কাঁধে।
সেই থেকে বাবা বয় আজো সেই ভার-
বিনা অভিযোগ-অনুযোগে।


ছোট বয়সেই জেগেছিল প্রান সংশয় একবার-
কঠিন অসুখ চেপে।
ছেড়ে দিল সেই ক্ষণে মোর ক্ষীণ বাঁচার আশা-
যতো ছিল স্বজন-চিকিৎসক।


সে দিনও বাবা ছাড়েনিতো হাল
তুলে নিয়ে কাঁধে ভার।
ছুটেছে নানান শহর-নগর
ছিনিয়েছে জম মুখ থেকে প্রান।


আমি যদি বাঁচি আরো কিছু যুগ-
সুন্দর এই পৃথিবীতে;
স্রষ্টার পর সে জীবন মোর-
বাবারই অবদান।


জানিনা কতটা হয়েছি যে বড়ো-
ঘর ছেড়ে দূরে এসে।
বাবার কাছে তার ছোট্ট সে ছেলে-
এখনো ছোটই আছে।


বয়সের ভারে আজ বাবা পড়ে নুয়ে,
তবু ব্যাস্ত গড়তে মোরে!
অসহায় আমি দেখি চেয়ে সব,
হাসি মুখে বাবা যায় জীবনের ভার বয়ে!