প্রতারকরাই আজ বেশ আছে
অসীম সুখেই তাদের জীবন!
জলের মতোই রঙ নিয়ে
যে পাত্র যেখানে যেমন!


আর প্রতারিত মনে যুদ্ধ নিরন্তর
সারাক্ষণ ভালো থাকবার!
বাতাসে ছড়ানো বিসক্ত লাফিং গ্যাসে
দুঃখের হাসিতেই সুখী জীবনের নাশ!


আঁধার জানে সে ক্ষত কতটা ভীষণ
কেন ধোঁয়া হয়ে উড়ে যায় সহস্র বছর!
কেন মরু আত্তারা চিতকার করে বলে
আমাদেরও ছিলো বুকে জল!


হে জীবন রহস্য;
তুমি দিতো পারো প্রেমিকা
তবে কেন নয় প্রেম?
দু'চোখের ছবিঘরে অনেক স্বপ্ন এঁকে
নাও কেন কেড়ে জীবনের স্বাদ?


হে মহাশক্তিমান সময়;
তুমি আজ বলে দাও-
হৃদয় আর কতটা ক্ষত-বিক্ষত হলে
অশ্রু চোখ চুয়িয়ে ঝরতে ভুলে যাবে?
বরফের মাঝে থাকবে না শীতলতা
আগুনের মাঝে কোন উত্তাপ?