কি হবে কবিতা লিখে; জীবনের পিছে ছুটে?
আলোয় হতাশা; আলোতে হতাশা জীবনের ক্যানভাসে।
আমিতো হারিয়েছি অনেক আগেই পৌষের কোন ভোরে
ঘণ কুয়াশার মতো মৌনতা যতো হৃদয়ে ধারন করে।
জলেতে আগুন, জ্বলে-জ্বলে ছাঁই; নিঃশেষ ফাল্গুন
কাশের মতো উড়ে যাওয়া সুখে খুজি হৃদয়ের ঋণ।